ছাত্রলীগের নামে খুন হয়েছে, চট্টগ্রামে সেতুমন্ত্রী

ছাত্রলীগ করার অপরাধে ও ছাত্রলীগের নামে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাছিম আহমেদ সোহেল খুন হয়েছেন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সরকার এ ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে এবং জড়িতদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।
আজ বুধবার দুপুরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের দ্বি-বর্ষিক সম্মেলনে কৃতী ব্যক্তি ও সাংবাদিকদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে কয়েকদিন ধরে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ ওয়াসা ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে বিবাদ চলছিল। এর জের ধরে গতকাল মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষ এমবিএ শেষ বর্ষের শিক্ষার্থী নাছিম আহমেদ সোহেলকে ছুরিকাঘাত করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সোহেল মারা যান।
এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ছাত্রদের মধ্যে একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে অন্তর্দ্বন্দ্বের কারণে এক ছাত্র দুষ্কৃতকারীদের হাতে নিহত হয়।’
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়টি চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন হলেও উচ্চ আদালতের রায় নিয়ে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী তা পরিচালনা করছেন।
আজকের অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দীন উপস্থিত ছিলেন। তাঁদের সামনে রেখেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকালের ঘটনার অবতারণা করেন। তিনি বলেন, ‘ছাত্র রাজনীতির নামে পিতা-মাতা সন্তানহারা হয়েছেন, তাদের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে উঠছে। এ অবস্থার অবসান ঘটাতে হবে। তা না হলে যত অর্জনই করুন, তা কিন্তু ম্লান হয়ে যাবে।’
‘ছাত্রলীগ না করুক, ছাত্রলীগের নামে এসব ঘটনা ঘটছে। অনুপ্রবেশকারী যাই বলুন না কেন, ছাত্রলীগের নামে তো এটা হচ্ছে। সেই বাস্তবতাকে কি আমরা অস্বীকার করতে পারব? একটা ছেলে চলে গেল ছাত্রলীগ করার অপরাধে! তার পরিবার একটি সন্তানকে হারাল, তাহলে এখানে রাজনীতির প্রতি কারো কোনো আকর্ষণ থাকবে?’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘আমি তো মাঝে মাঝে আহ্বান জানাই- ভালো লোকেরা আসুন, সৎ লোকেরা আসুন, মেধাবীরা আসুন, নাহলে রাজনীতি খারাপ হয়ে যাবে, রাজনীতি চরিত্রহীন হয়ে যাবে, মেধাশূন্য হয়ে যাবে। রাজনীতিতে ভালো লোক না আসলে খারাপ লোকেরা দেশ চালাবে। রাজনীতিকে সৎ লোকেরা না আসলে অসৎ লোকেরা দেশ চালাবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এ সদস্য বলেন, ‘এই ভয়াবহ অবস্থা দেখলে, রাজনীতির প্রতি মানুষের যে আকর্ষণ তা নষ্ট হয়ে যাবে। ঘটনা এখানে বারবার কেন ঘটবে, কেন এভাবে রক্ত ঝরবে? এটা খুবই দুঃখজনক। আমরা কঠোর অবস্থানে আছি। ঘটনা সঙ্গে যারা জড়িত বিচার তাদের হবেই, শাস্তি তাদের পেতেই হবে।’
সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবাহান চৌধুরী। চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি এজাজ ইউসুফী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ-একাংশ) মহাসচিব ওমর ফারুক ও সহসভাপতি শহীদুল আলম।
অনুষ্ঠানে চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীকে কৃতী ব্যক্তিত্ব ও সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরী ও নাসির উদ্দীন চৌধুরীকে কৃতী সাংবাদিক হিসেবে সংবর্ধনা দেওয়া হয়।