বিএনপির মহাসচিবকে কারাগারে পাঠানোর প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ

বিএনপির নবনিবাচিত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাশকতার মামলায় কারাগারে পাঠানোর প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
আজ বুধবার বিকেলে নগরীর নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সভায় শ্রমিক দলের কেন্দীয় নেতা নাজিম উদ্দিন, কেন্দ্রীয় যুবদল নেতা আবু বক্কর, নগর মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি বক্তব্য দেন।
সভায় বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন, দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে আন্দোলনে ঐকবদ্ধ আন্দোলনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
রাজধানীর পল্টন থানার নাশকতার দুটি মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আইনজীবী জয়নুল আবেদীন মেজবার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে দুপুরে ঢাকা মহানগর হাকিম গোলাম নবী দুটি মামলায় জামিনের আবেদন নাকচ করে ফখরুলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ওই সময় পল্টন থানারই আরেকটি মামলায় তিনি জামিন পান। রাত পৌনে ৮টার দিকে মির্জা ফখরুল ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এর আগে সকালে মির্জা ফখরুলকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে মহাসচিব হিসেবে ঘোষণা দেওয়া হয়।
চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ সদস্যের আপিল বিভাগ মির্জা ফখরুলকে ১৫ দিনের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এর আগে ২০১৫ সালের ৫ জানুয়ারি ২০ দলীয় জোটের আন্দোলনের সময় পল্টন থানায় নাশকতার জন্য ওই তিনটি মামলা করা হয়।