সন্দ্বীপে ব্যালট বাক্স ছিনতাই নিয়ে গুলি, নিহত ৩

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ব্যালট বাক্স ছিনতাই নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে তিনজন নিহত হয়েছে। এ সময় এক পুলিশ কনস্টেবলসহ চারজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে বাউরিয়া ইউনিয়নের চর বাউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মো. সানাউল্লাহ, ইব্রাহিম মিয়া ও জামাল উদ্দিন। তাঁদের লাশ সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতদের নিজের কর্মী বলে দাবি করেছেন বাউরিয়া ইউপি নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী জিল্লুর রহমান।
আহতদের মধ্যে আল আমিন নামের এক পুলিশ কনস্টেবল রয়েছে। নিহতদের মধ্যে জামাল উদ্দিন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সন্দ্বীপ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ওবায়দুর রহমান এনটিভি অনলাইনকে জানান, আজ বিকেল ৩টার দিকে চর বাউরিয়া কেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় এক পক্ষের গুলিতে মো. সানাউল্লাহ ও ইব্রাহিম মিয়া নিহত হন। পুলিশ কনস্টেবল আল আমিনসহ আরো পাঁচজন গুলিবিদ্ধ হন। বিকেল সোয়া পাঁচটার দিকে জামাল উদ্দিন নামের একজন হাসপাতালে মারা যান।