চট্টগ্রামে তৈরি হচ্ছে নভোথিয়েটার

রাজধানীর বঙ্গবন্ধু নভোথিয়েটারের আদলে এবার চট্টগ্রামে তৈরি করা হতে যাচ্ছে অত্যাধুনিক নভোথিয়েটার। প্রায় ২৫০ কোটি টাকা ব্যয়ে আধুনিক প্রযুক্তি ও নির্মাণশৈলীর এই নভোথিয়েটার তৈরি করা হবে।
আজ বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নভোথিয়েটার নির্মাণের জন্য আগ্রাবাদ এলাকায় জায়গা নির্ধারণ করে এসব তথ্য জানান।
পতেঙ্গা ও আগ্রাবাদ এলাকা পরিদর্শন করে প্রাথমিকভাবে আগ্রাবাদ এলাকায় গণপূর্ত অধিদপ্তরের জমিতে নভোথিয়েটার নির্মাণের স্থান নির্বাচন করেন মন্ত্রী। তবে নভোথিয়েটার কারিগরি কমিটি স্থান নির্বাচনের বিষয়টি চূড়ান্ত করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত হয়েছে নভোথিয়েটারে কারিগরি কমিটি। শিগগিরই কারিগরি কমিটি পরিদর্শন করে নভোথিয়েটার নির্মাণের স্থান চূড়ান্ত করবে।
জায়গা পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাসির উদ্দিন, নভোথিয়েটারের মহাপরিচালক আবুল বাশার মো. জহিরুল ইসলাম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য ইউনুস গনি চৌধুরী, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী হুমায়ূন কবীরসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।