গাজীপুরে ২৩ হাতবোমা ও পেট্রলবোমা উদ্ধার, আটক ২

গাজীপুরে একটি বাড়ি থেকে ২০টি হাতবোমা ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে এ সময় জেলার ভোগড়া পূর্বপাড়া এলাকার ওই বাড়ির মালিকসহ দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন পটুয়াখালীর বাউফল উপজেলার তাতের কাঠি গ্রামের ফরিদ উদ্দিন (৪০) এবং একই উপজেলার মধ্য মদনপুরা গ্রামের সোহেল (৩০)।
জয়দেবপুর থানার ভোগড়া ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোগড়া পূর্বপাড়ায় পুকুরপাড়ে ফরিদ উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির একটি কক্ষে লুকিয়ে রাখা অবস্থায় ২০টি হাতবোমা ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে বাড়ির মালিক ফরিদ উদ্দিন ও তাঁর ম্যানেজার সোহেলকে আটক করা হয়।