অটিস্টিক শিশুদের সুযোগ করে দিতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অটিজমে আক্রান্ত শিশুদের বেঁচে থাকার অধিকার আছে। সমাজে তাদেরও স্থান আছে। সেটি নির্দিষ্ট করে দিতে হবে। সুযোগ সৃষ্টি করে দিতে হবে।
urgentPhoto
আজ শনিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে নবম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
সমাজকল্যাণ, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ এবং শিক্ষা মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে এসব মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে আসলে অটিজম সম্পর্কে কোনো সচেতনতাই ছিল না। এটা আপনারা জানেন। মাত্র কিছুদিন থেকেই এ অটিজম বিষয়টা সামনে চলে এসেছে।’
‘এমন একটা সময় ছিল, যখন কোনো বাবা-মার এ ধরনের সন্তান প্রতিবন্ধী বা অটিস্টিক থাকলে, তাঁরা সেটা লুকাতেন। সমাজের কাছে বলতে পারতেন না। শুধু তাই না, যে মায়ের সন্তান হতো, সেই মাকে প্রতিনিয়ত গঞ্জনা সহ্য করতে হতো। এমনকি অনেক সময় তার পারিবারিক জীবনও ধ্বংস হয়ে যেত। কারণ এ ধরনের সন্তান কেন জন্ম দিল, এ জন্য অপরাধটা মায়ের। আসলে তো মায়েরও অপরাধ না। বাবারও অপরাধ না। শিশুটা জন্মগ্রহণ করেছে কোনো একটা নিউরো ডিসঅর্ডার নিয়ে। এটার জন্য কাউকে দোষ দেওয়ার তো কিছু নেই। এই শিশুগুলোর বেঁচে থাকার অধিকার আছে। সমাজে তাদেরও স্থান আছে। সেটাই আমাদের নির্দিষ্ট করে দিতে হবে। সুযোগ সৃষ্টি করে দিতে হবে।’