নেত্রকোনায় বিশ্ব অটিজম দিবস পালিত

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে নেত্রকোনায় র্যালি। ছবি : এনটিভি
সারা দেশের মতো নেত্রকোনায় পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে আজ শনিবার জেলায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ১০টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে র্যালিটি শেষ হয়।
জেলা প্রশাসক ও সমাজ সেবা অধিদপ্তরের আয়োজনে র্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আনোয়ার হোসেন আকন্দ, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক আলী আকবর ভুঁইয়া, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তারী কাদেরী প্রমুখ। পরে জেলা প্রশাসকের (ডিসি) সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।