শিক্ষার্থী খুনের পাঁচদিন পর খুলল প্রিমিয়ার

সংঘর্ষে এক শিক্ষার্থী মৃত্যুর পাঁচদিন পর আজ চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়েছে। তবে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ এখনো বন্ধ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয় খোলার পর পরই এমবিএ শেষবর্ষের শিক্ষার্থী সোহেল আহমেদ হত্যাকারীদের বিচার দাবি করে মানববন্ধন করেছে ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের কর্মকর্তা কামরুল হাসান জানান, আজ সোমবার সকাল থেকে জিইসি সার্কেলের ইংরেজি অনুষদ, প্রবর্তক এলাকার প্রকৌশল অনুষদ ও কোতোয়ালি এলাকায় আইন অনুষদের ক্লাস শুরু হয়েছে। পরিচয়পত্র দেখিয়ে শিক্ষার্থীরা ক্যাম্পাসে প্রবেশ করছে। তবে ব্যবসায় অনুষদ ক্যাম্পাসও আগামী কয়েকদিনের মধ্যে চালু করার সিদ্ধান্ত আসতে পারে।
এদিকে ব্যবসায় অনুষদের শিক্ষার্থীরা সোহেল আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা বাণিজ্য ক্যাম্পাসে দুই পক্ষের বিরোধে সোহেল আহমেদ নামে এক শিক্ষার্থী নিহত হয়। ঘটনার পর বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।