প্রিমিয়ার ক্যাম্পাসের সংঘর্ষে শিক্ষার্থী নিহত, অবরোধ

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরস্পরবিরোধী দুটি পক্ষের সংঘর্ষে নাছিম আহমেদ সোহেল নামে এক শিক্ষার্থী মারা গেছেন। এ সময় সংঘর্ষে আহত হয়েছে আরো চার শিক্ষার্থী।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়টির নগরীর বিবিএ ওয়াসা ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টির প্রবর্তক ক্যাম্পাস ভাঙচুর করে।
বিশ্ববিদ্যালয়ের একটি সূত্র জানায়, আগামী ৩১ মার্চ বিশ্ববিদ্যালয়ের ২৩তম র্যাগ ডে অনুষ্ঠিত হওয়ার কথা। এ আয়োজনকে সামনে রেখে বেশ কিছুদিন ধরে বিবিএ ওয়াসা ক্যাম্পাসে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে বিবাদ চলছিল। এ থেকেই অসন্তোষের সৃষ্টি। এর জের ধরে আজ দুপুরে শিক্ষার্থীদের দুটি পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষ এমবিএ শেষ বর্ষের শিক্ষার্থী নাছিম আহমেদ সোহেলকে ছুরিকাঘাত করে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সোহেল মারা যান।
সোহেলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রবর্তক ও ওয়াসা ক্যাম্পাস ভাঙচুর করেছে। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা যানবাহন, বিভিন্ন ভবনের জানালা ও মূল্যবান জিনিস ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী কমিশনার মোহাম্মদ মাঈনুদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। শিক্ষার্থীরা তাদের অবরোধ সরিয়ে নিয়েছে।
প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়টি চট্টগ্রাম সিটি করপোরেশনের মালিকানাধীন হলেও উচ্চ আদালতের রায় নিয়ে সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী তা পরিচালনা করছেন।