ইন্দোনেশিয়ার উদ্দেশে যাত্রা করেছে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

পুরোনো ছবি
নৌবাহিনী ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ-২০১৬-এ অংশগ্রহণ করতে ইন্দোনেশিয়ার উদ্দেশে চট্টগ্রাম ত্যাগ করেছে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান।
সোমবার সকালে পতেঙ্গা ঈশা খাঁ ঘাঁটির জেটি ত্যাগের আগে প্রথা অনুযায়ী বাদকদল যন্ত্রসংগীত পরিবেশন করে। এ সময় অন্যান্যের মধ্যে সহকারী নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মকবুল হোসেন উপস্থিত থেকে সমুদ্র অভিযানকে বিদায় জানান।
নৌবাহিনী জানায়, ইন্দোনেশিয়ায় অবস্থানকালে ফ্লিট রিভিউ ছাড়াও আরো দুটি আন্তর্জাতিক মহড়ায় অংশ নেবে সমুদ্র অভিযান। যেখানে বাংলাদেশ ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্র, ফিলিপাইন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়াসহ ২১ দেশের যুদ্ধজাহাজ অংশগ্রহণ করবে।
৩৯ কর্মকর্তাসহ ২০৩ জন নৌ-সদস্য নিয়ে ২৯ এপ্রিল দেশে ফেরার পথে মালয়েশিয়ার পোর্ট কেলাংয়ে শুভেচ্ছা সফর করবে সমুদ্র অভিযান।