চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ২৩ শিক্ষার্থী বহিষ্কার

চট্টগ্রামে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে ছাত্র খুনের ঘটনায় ২৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ১৬ শিক্ষার্থীকে আজীবন এবং সাতজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজীবন বহিষ্কার হওয়া ১৬ জনের মধ্যে নাসিম আহমেদ সোহেল হত্যার মূল অভিযুক্ত ইব্রাহিম সোহানও রয়েছেন। এ ছাড়া যে সাতজনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে তাঁদের ১০ এপ্রিলের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। জবাব সন্তোষজনক না হলে তাঁদেরও স্থায়ী বহিষ্কারের কথা বলেছে কর্তৃপক্ষ।
গত ২৯ মার্চ প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ওয়াসা বাণিজ্য ক্যাম্পাসে দুই পক্ষের শিক্ষার্থীদের বিরোধে নাসিম আহমেদ সোহেল নামের এমবিএ শেষ বর্ষের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনার জের ধরে নগরীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ, ক্যাম্পাস, ভবন, গাড়ি ও দোকানপাট ভাঙচুর করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঘটনার পর বিশ্ববিদ্যালয়টি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এরপর গতকাল সোমবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলে দেওয়া হয়।
সোহেলের মৃত্যুর ঘটনায় তাঁর বাবা আবু তাহের বাদী হয়ে ৩০ মার্চ ১৩ জনের নাম উল্লেখসহ ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করেন। হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচ শিক্ষার্থীকে তিনদিনের রিমান্ডে নেয় পুলিশ।