খালেদা জিয়ার জন্য জনগণ কাঁদবে না : মতিয়া চৌধুরী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/04/05/photo-1459869192.jpg)
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গ্রেপ্তার হলে জনগণ তাঁর জন্য কাঁদবে না বলে দাবি করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেছেন, ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় কারাবন্দি অবস্থায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কোনো আন্দোলন না হওয়ার ঘটনাই প্রমাণ করে তিনি জনবিচ্ছিন্ন।
ওই সময় বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুক্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির শুরু করার দিনটির পূর্তি উপলক্ষে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত একটি আলোচনা সভায় এসব কথা বলেন মতিয়া চৌধুরী।
কৃষিমন্ত্রী বলেন, সাংগঠনিক শক্তি ও জনগণের শক্তি এক হওয়ার কারণেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন কারামুক্ত হয়েছিলেন।
খালেদা জিয়ার উদ্দেশে মতিয়া চৌধুরী বলেন, ‘আপনার জন্য গণস্বাক্ষর কেউ করবে না। আপনি ওই যে অ্যারেস্ট হলেন। বিএনপির একটা মিছিল হয়েছে কি না। বলেন, খালেদা জিয়ার জন্য একটা লোক স্লোগান দিছে কি না। পার্টি তো তাঁরও আছে। কেউ দেয় নাই। কাজেই জনগণের সঙ্গে থাকবেন না, জনগণরে অত্যাচার করবেন। আর জনগণ আপনার জন্য কানবে? না।’
অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মণি, আওয়ামী লীগ নেতা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।