বাঁশখালীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বিএনপির

চট্টগ্রামের বাঁশখালীতে প্রতিবাদ জানাতে গিয়ে চারজন নিহতের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়ী করেছে বিএনপি। তারা ওই ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করার দাবি জানিয়েছে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ মঙ্গলবার বিকেলে বাঁশখালীর গণ্ডামারায় গিয়ে এই দাবি জানান। বাদ আসর তিনি নিহত চারজনের জানাজায় অংশ নিয়ে বক্তব্য দেন।
এ সময় স্থানীয় সাবেক সংসদ সদস্য জাফরুল ইসলাম চৌধুরী ও নিহত চারজনের স্বজনরা বক্তব্য দেন। জানাজায় উপজেলার বিভিন্ন এলাকার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। পরে নিহতদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
জানাজা শেষে নিহতদের পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। নিহতের ঘটনায় চারদিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
বাঁশখালীর গণ্ডামারা এলাকায় কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণকে কেন্দ্র করে গতকাল সোমবার সংঘর্ষের চারজন নিহত ও পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত লোকজনের উদ্দেশে বলেন, ‘দুঃসময়ে যে নির্মম হত্যাকাণ্ড চলেছে এখানে, আইনশৃঙ্খলা বাহিনী যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তার প্রতিবাদে দেশনেত্রী খালেদা জিয়া আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমাকে পাঠিয়েছেন। আপনাদের সমবেদনা জানানোর জন্য এসেছি, আপনাদের প্রতি ওনার দোয়া রয়েছে। আজকে যে নির্মম ঘটনা ঘটেছে তাঁর প্রতিবাদে আমরা এখানে উপস্থিত হয়েছি। এবং আমি আশা করি, যে প্রতিবাদ গণতান্ত্রিক দেশে কেউ বন্ধ করতে পারবে না। প্রতিবাদ অব্যাহত থাকবে। আপনারা সবাই দোয়া করবেন। যাঁরা এখানে প্রাণ দিয়েছেন তাদের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। কোনো মিথ্যা মামলা যদি হয়ে থাকে সেই মামলা প্রত্যাহার করতে হবে। সঙ্গে সঙ্গে আমি বিচার বিভাগীয় তদন্ত দাবি করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে।’