এমপি দারার গাড়িতে হামলার ঘটনায় তদন্ত কমিটি

রাজশাহীতে সংসদ সদস্য কাজী আবদুল ওয়াদুদ দারার গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা তদন্তে আওয়ামী লীগের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এ ছাড়া আজ শনিবার সকালে এ ঘটনার প্রতিবাদে মহানগরীর লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে পুঠিয়া ও দুর্গাপুরের ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগের নেতাকর্মীরা অংশ নেন।
নগরীর লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত জেলা আওয়ামী লীগ কার্যালয়ে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী।
সভায় অ্যাডভোকেট মোকবুল হোসেন খানকে আহ্বায়ক করে সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারার ওপর সন্ত্রাসী হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়।
এ ছাড়া সভায় সংসদ সদস্য দারার ওপর হামলার ঘটনা নিয়ে সংগঠনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য লক্ষ্মীপুর মোড়ে যারা মানববন্ধন করেছে, জেলা আওয়ামী লীগের সভায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণেরও সিদ্ধান্ত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য এনামুল হক, সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা, নারী সংসদ সদস্য বেগম আখতার জাহানসহ জেলা আওয়ামী লীগের নেতারা।
সভা থেকে সংসদ সদস্য কাজী আবদুল ওয়াদুদ দারার গাড়িতে হামলায় জড়িদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানানো হয়।
গত ২ এপ্রিল বিকেলে দুর্গাপুর উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী বাছাই করতে রসুলপুর উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন এলাকার সংসদ সদস্য কাজী আবদুল ওয়াদুদ দারা।
সভা শুরুর কিছুক্ষণ পরে সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদ সরদারের নেতৃত্বে প্রায় দুই হাজার নেতাকর্মী রসুলপুর মাঠে গিয়ে জড়ো হন। অন্যদিকে আগে থেকেই মঞ্চ দখল করে রেখেছিলেন সংসদ সদস্য দারার সমর্থকরা।
উপজেলা চেয়ারম্যান মজিদের সমর্থকরা মঞ্চ দখল করতে গেলে সংসদ সদস্য দারার সমর্থকরা তাতে বাঁধা দেন। এ নিয়ে শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া।
এ সময় সংসদ সদস্য কাজী আব্দুল ওয়াদুদ দারা ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম সভাস্থলে পৌঁছালে তাদের গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে মজিদ সরদারের সমর্থকরা। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হয়। এ ঘটনায় দুর্গাপুর থানায় তিনটি মামলা দায়ের হয়েছে।