মেহেরপুরে সুপারভাইজারের জেল : অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

যাত্রীসেবা বিঘ্নিত হওয়ায় মেহেরপুরের জেআর পরিবহনের সুপারভাইজার রাশেদুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতে তিন দিনের জেল দেওয়া হয়েছে। শনিবার রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাসের ভ্রাম্যমাণ আদালতে এ রায় দেওয়া হয়।
এর প্রতিবাদে শহরের হোটেল বাজার মোড়ে টায়ারে আগুন জ্বালিয়ে কিছুক্ষণ সড়ক অবরোধ করে শ্রমিকরা। এ ঘটনায় শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৩টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস রাজবাড়ী থেকে জেআর পরিবহনে মেহেরপুরের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে যেখানে-সেখানে যাত্রী ওঠাতে থাকে। এর প্রতিবাদ করলে গাড়ির সুপারভাইজার রাশেদুল ইসলাম ম্যাজিস্ট্রেটের সঙ্গে খারাপ ব্যবহার করে। মেহেরপুর যাত্রী না নামিয়ে তেলপাম্প থামিয়ে আরো দেরি করে পৌঁছায়। পরে রাত ১০টার সময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার আইনে রাশেদুলের তিন দিন জেল প্রদান করেন ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস। এ ঘটনার পর পরই অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান।