চট্টগ্রামে প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণ, তিনজন দগ্ধ

চট্টগ্রাম মহানগরের খুলশী এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে প্রাইভেট কারের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে। এতে তিনজন দগ্ধ হয়েছেন।
আজ রোববার দুপুরে খুলশী সার্ভিস সেন্টার অ্যান্ড ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন ফিলিং স্টেশনের কর্মচারী ইসমাইল হোসেন ও একটি গাড়ির চালক বখতেয়ার উদ্দিন সেন্টু। তাঁদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রাইভেটকারটির সিলিন্ডারে গ্যাস ভর্তির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে প্রাইভেটকারটি ছিন্নভিন্ন হয়ে যায়। এ সময় ফিলিং স্টেশনের একটি দেয়াল, দুটি সাসপেনশন মেশিন ও আরেকটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণের সময় বিকট শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ তিনজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক জানান, তদন্ত করে বিস্ফোরণের কারণ চিহ্নিত করা হবে।