চট্টগ্রামে বিএনপির সংবর্ধনা সভা অনুষ্ঠিত

ছবি : এনটিভি
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী দলের যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় গতকাল রোববার জেলার দলীয় কার্যালয়ের সামনে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত রাজনৈতিক ব্যক্তিরা আশাবাদ জানান, দেশের তৃণমূল পর্যায়ের ত্যাগী নেতারা আগামী দিনে বিএনপিকে আরো শক্তিশালী করে তুলবে।
সভায় উত্তর জেলা বিএনপির সহসভাপতি এম এ হালিম, মো. মাঈনুদ্দিন আহমেদ, যুগ্ম সম্পাদক মো. সেকান্দর ও কেন্দ্রীয় যুবলীগ নেতা মো. ইয়াছিন চৌধুরী লিটন বক্তব্য রাখেন। পরে নবনির্বাচিত যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।