মেহেরপুরে সরকারি কাজে বাধা, দুই ব্যক্তির কারাদণ্ড

মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত দুই ব্যক্তি। ছবি : এনটিভি
মেহেরপুরে সরকারি কাজে বাধা দেওয়ায় দুই ব্যক্তিকে সাত দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার বিকেলে সহকারী কমিশনার (ভূমি) শাহিনুজ্জামানের আদালত এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার টুঙ্গি গোপালপুর গ্রামের আনছার আলী (৫২) ও রাজাপুর গ্রামের হাফিজুল ইসলাম (২৫)।
আদালতের বিচারক শাহিনুজ্জামান জানান, গতকাল জমিজমা-সংক্রান্ত সমস্যা নিয়ে মেহেরপুর সদর ভূমি অফিসে আসেন এই দুই ব্যক্তি। সে সময় এক কর্মচারীকে সরকারি কাজে বাধা দেন তাঁরা। দুজনই তাঁদের দোষ স্বীকার করায় দণ্ডবিধি ১৯৬০ সালের ১৮৬ ধারায় প্রত্যেককে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামিদের গতকাল সন্ধ্যায় কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে বলেও জানান সহকারী কমিশনার।