পয়লা বৈশাখে চট্টগ্রামে নানা আয়োজন

সারা দেশের মতো চট্টগ্রামে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বর্ষবরণের বর্ণিল আয়োজন। পয়লা বৈশাখকে ঘিরে শহরজুড়ে চলছে নানা অনুষ্ঠান। আর এসব অনুষ্ঠান উপভোগ করছে হাজারো মানুষ।
আজ বৃহস্পতিবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীর ডিসি হিল থেকে ভেসে আসে ঢোলের বাদ্য, বাঁশির রাগ, আহির ভৈরবের সুর। সম্মিলিত পয়লা বৈশাখ উদযাপন পরিষদ এখানে পালন করছে দুই দিনব্যাপী নানা কর্মসূচি। শিশু থেকে বৃদ্ধ শত শত লোকের সমারোহে ভরে ওঠে পুরো এলাকা। তাদের প্রত্যাশা, অতীতের সব গ্লানি মুছে এদিন যেন ফিরে আসে বারবার।
অন্যদিকে সিআরবি শিরীষতলায় দিনব্যাপী নানা কর্মসূচি শুরু হয়েছে। এ ছাড়া পতেঙ্গা সমুদ্রসৈকত, চট্টগ্রাম সিটি করপেরেশন, মহিলা সমিতি, শিল্পকলা এলাকায় চলছে বর্ষবরণের নানা কর্মসূচি।
এদিকে, নগরীতে নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত এক হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে মেট্রোপলিটন পুলিশ।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য জানান, বর্ষবরণের বিভিন্ন অনুষ্ঠানে সাদা পোশাকে পুলিশ কাজ করে। এ ছাড়া বিকেল ৫টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে আয়োজকদের বলা হয়েছে বলে জানান তিনি।