বৈশাখে পান্তা-ইলিশ খেয়ে অর্ধশত অসুস্থ

বাগেরহাটের কচুয়ায় উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে পান্তা-ইলিশ খেয়ে অন্তত অর্ধশত অসুস্থ হয়ে পড়েছে। এর মধ্যে ২৩ জন হাসপাতালে ভর্তি আছেন। চারজন চিকিৎসা নিয়ে চলে গেছেন।
এ ছাড়া ২৪ জন মুঠোফোনে চিকিৎসা নিয়েছেন বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার দাস জানিয়েছেন। বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত অসুস্থদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
অসুস্থ ব্যক্তিদের মধ্যে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমসের আলী, স্থানীয় সংবাদকর্মী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোক রয়েছেন।
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সংবাদকর্মী দিহিদার জাহিদুল ইসলাম বুলু জানান, গতকাল সকালে উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে খাবার খেয়েছিলেন তাঁরা। সেখানে খাবার তালিকায় পান্তা-ইলিশ, ডালভর্তা ও আলুর ভর্তা ছিল।
ওই সংবাদকর্মী বলেন, রাত ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর অবস্থার অবনতি হলে রাতেই হাসপাতালে ভর্তি হন।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলাম জানান, রাত ১২টা থেকে এখন পর্যন্ত খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এরা সবাই পহেলা বৈশাখে ওই অনুষ্ঠানের খাবার খেয়েছিল। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।