মাছ ধরার ট্রলারে মিলল ৫০ টন জাটকা

চট্টগ্রামে ৫০ টনের বেশি জাটকা ইলিশ জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। কর্তৃপক্ষ দাবি করেছে, এর আনুমানিক মূল্য ১০ কোটি টাকা। এ ঘটনায় ট্রলারের ১৫ জেলেকে আটক করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বন্দরনগরীর সদরঘাট কর্ণফুলী নদীতে অবস্থানরত এফভি ক্রিসেন্ট নামের একটি মাছ ধরার ট্রলারে অভিযানে এসব জাটকা উদ্ধার করা হয়। জেলা প্রশাসন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর জানান, বর্তমান প্রজনন মৌসুমে সাগরে ইলিশ আহরণে বিরত থাকার নির্দেশ থাকলেও মাছ ধরার ট্রলার এফভি ক্রিসেন্ট-৪ থেকে বিপুল জাটকা ইলিশ আটক করা হয়।
ট্রলারে তিনটি ফ্রিজারে ৫০ টনের বেশি জাটকা ইলিশ রয়েছে। অভিযানে র্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) আমিরুল্লাহসহ মৎস্য জরিপ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে গত ১১ এপ্রিল জেলা প্রশাসন ও র্যাবের যৌথ ভ্রাম্যমাণ আদালত নগরীর ফিশারিঘাট এলাকার ৯টি গুদামে অভিযান চালিয়ে ৯ টন জাটকা ইলিশ আটক করে। পরে তা বিভিন্ন অনাথ আশ্রম ও মাদ্রাসায় দান করে জেলা প্রশাসন।