চট্টগ্রাম বিশ্ব এতিম দিবস পালন

বিশ্ব এতিম দিবস উপলক্ষে ওয়ার্ল্ড অরফান সেন্টারের উদ্যোগে চট্টগ্রামে শোভাযাত্রা, আলোচনসভাসহ বিভিন্ন এতিমখানা এবং পথশিশুদের খাবার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের চত্বর থেকে শোভাযাত্রা বের করে ওয়ার্ল্ড অরফান সেন্টার। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। আলোচনাসভায় বক্তৃতা করেন ওয়ার্ল্ড অরফান সেন্টারের চেয়ারম্যান আমান উল্লাহ, অধ্যাপক গোলাম মুক্তাদির দাইয়ান, কাউন্সিলর শৈবাল দাশ সুমন।
আলোচনাসভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির বলেন, ‘বর্তমানে বাংলাদেশে কত সংখ্যক এতিম আছে তার কোনো সুনির্দিষ্ট তালিকা নেই।’ যারা এতিমদের নিয়ে কাজ করেন তাঁদেরকে এতিমদের সঠিক সংখ্যা নির্ধারণ করার আহ্বান জানান মেয়র। পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের পক্ষ থেকে এতিমদের কল্যাণে সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন মেয়র।