চট্টগ্রামে ১৫০ টন জাটকা জব্দ

চট্টগ্রামে ১৫০ টন জাটকা ইলিশ জব্দ করেছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে তিনটি ট্রলার ভর্তি এসব জাটকা ইলিশ কর্ণফুলী নদীর তীরে আনা হয়।
জেলা প্রশাসন ও র্যাব যৌথভাবে এ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুর।
এর আগে বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে এসব জাটকা ইলিশ আটক করে ভ্রাম্যমাণ আদালত। কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় সানিয়া-২ মাছ ধরার ট্রলারে ৭০ টন, রিলায়েন্স-১ ট্রলারে ৩০ টন এবং নাজ মঈন ট্রলার থেকে ৫০ টন জাটকা ইলিশ উদ্ধার করা হয়।
এর আগে গত সোমবার নগরীর সদরঘাট কর্ণফুলী নদীতে ভাসমান অবস্থায় এফ ভি ক্রিসেন্ট-৪ মাছ ধরার ট্রলারে অভিযানে চালিয়ে ৫০ টন জাটকা ইলিশ আটক করা হয়।
জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আজ বৃহস্পতিবার দুপুরে আটককৃত জাটকা ইলিশ বিভিন্ন মাদ্রাসা ও অনাথ আশ্রমে বিতরণ করেন। আটক হওয়া একটি জাহাজকে এরই মধ্যে বাজেয়াপ্ত করেছেন জেলা প্রশাসক। বাকি তিনটি জাহাজ আইনের আওতায় এনে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক।
এর আগে ১১ এপ্রিল জেলা প্রশাসন ও র্যাবের যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত নগরীর ফিশারিঘাট এলাকার নয়টি গুদামে অভিযান চালিয়ে নয়টন জাটকা ইলিশ আটক করে।