শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন সুষ্ঠু হবে : নাজমুল হুদা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে কোনো একদিন সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা।
আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে তৃণমূল বিএনপির ৭১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ব্যারিস্টার নাজমুল হুদা এ কথা বলেন।
তৃণমূল বিএনপির এ নেতা জানান, দেশের প্রধান দুটি রাজনৈতিক দল প্রতিহিংসা ও হানাহানির কারণে জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। তাই বিকল্প রাজনীতির এ উদ্যোগ নিয়েছেন তিনি।
নির্বাচনে বিশ্বাস করে এমন দলের সঙ্গে সংলাপে বসতে সরকারের প্রতি আহ্বান জানান নাজমুল হুদা। সে সঙ্গে যেসব কর্মকাণ্ডের কারণে সরকার সমালোচিত হচ্ছে, সে বিষয়ে পরামর্শ দিতে ১৪ দলের সঙ্গে আলোচনায় বসার আগ্রহের কথাও জানান তৃণমূল বিএনপির এই নেতা।