৪০ ছিটমহলে স্বাধীনতা দিবস

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতারা পঞ্চগড়ের বোদা উপজেলার পুঠিমারী ছিটমহলে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করেন। ছবি : এনটিভি
পঞ্চগড় ও নীলফামারীর অভ্যন্তরে ৪০টি ভারতীয় ছিটমহলে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি পঞ্চগড় ও নীলফামারী শাখার উদ্যোগে বোদা উপজেলার পুঠিমারী ছিটমহলে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পাঞ্জলি অর্পণ ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এ ছাড়া এসব ছিটমহলের প্রতিটি বাড়িতেও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশ-ভারত ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি পঞ্চগড় ও নীলফামারী শাখার সভাপতি মো. মফিজার রহমান, সাধারণ সম্পাদক ও শালবাড়ী ছিটমহলের চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম, পুটিমারী ছিটমহলের চেয়ারম্যান তছলিমউদ্দিন, হাসিবুল আলমসহ শতাধিক শিশু-কিশোর ও নারী-পুরুষ অংশ নেন।
এর আগে বাংলাদেশের নাগরিকত্বের দাবিতে বিক্ষোভ মিছিল করে ছিটমহলবাসী।