সমুদ্রে মাছ ধরবে না তিন সংগঠন!

সমুদ্রগামী মাছ ধরার জাহাজে নিয়মিত হামলার প্রতিবাদে সাগরে মাছ ধরা বন্ধ করে দিয়েছে মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনসহ তিনটি সংগঠন। আজ রোববার চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান ইকবাল চৌধুরী। সংবাদ সম্মেলনে অন্য দুই সংগঠন মেরিন হোয়াইট ফিস ট্রলার ওনার্স অ্যাসোসিয়েশন ও মেরিন ফিশারিজ একাডেমির এক্স ক্যাডেট নেতারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০ এপ্রিলের পর থেকে কর্ণফুলী নদীতে সমুদ্রগামী মাছ ধরার জাহাজগুলোতে হামলা চালানো হচ্ছে। সন্ত্রাসীদের হামলার কারণে নাবিক, ক্যাপ্টেন ও কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ছাড়া কয়েকদিন ধরে মৎস্য জাহাজি শ্রমিক নাম দিয়ে হামলার ঘটনায় বিপুল পরিমাণ মাছ ধরার জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয় সংবাদ সম্মেলনে।
মেরিন ফিশারিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আহসান ইকবাল চৌধুরী বলেন, ‘হামলার কারণে জাহাজের ক্যাপ্টেন ও অন্য কর্মকর্তারা নিরাপত্তাবোধ করছেন না। যতক্ষণ না পর্যন্ত সন্ত্রাসীদের আটক করা না হয়, ততক্ষণ আমাদের কর্মসূচি চলবে। আমরা মাছ ধরতে যাব না।’