রাঙ্গুনিয়ায় দুই ব্যক্তিকে কুপিয়ে হত্যা

পাহাড়ি জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দুজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হত্যার শিকার দুজন হলেন- মঞ্জুর হোসেন ও আবুল কাশেম।
গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর রাঙ্গুনিয়ার পশ্চিম সড়ক বাথা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙ্গুনিয়ার পশ্চিম সড়ক বাথা এলাকায় কয়েক প্রতিবেশীর মধ্যে দীর্ঘদিন ধরেই পাহাড়ি জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গতকাল গভীর রাতে প্রতিপক্ষের হামলায় মঞ্জুর হোসেন ও আবুল কাশেম খুন হয়েছেন।
রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, গতকাল দিবাগত রাত ১২টার পর প্রতিপক্ষের হামলায় দুজন নিহতের ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের লাশ উদ্ধার করে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।