ফটিকছড়ির ৩ ইউপির নির্বাচন বাতিলের দাবি আ. লীগের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট কারচুপির অভিযোগ এনে নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা।
আজ মঙ্গলবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীরা এ অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে উপজেলার পাইন্দং, হারুয়ালছড়ি ও কাঞ্চননগর ইউনিয়নের নির্বাচন বাতিল করার দাবি জানানো হয়।
নির্বাচনে স্থানীয় সংসদ সদস্য ও নির্বাহী কর্মকর্তার যোগসাজশে প্রার্থী ও নেতাকর্মীদের অহেতুক হয়রানি ও নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ করেন ওই তিন ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফটিকছড়ি আসনের সংসদ সদস্য নজিবুল বশর মাইজভান্ডারী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থক প্রার্থী থেকে বিপুল পরিমান অর্থ নিয়ে প্রশাসনকে ব্যবহার করেছেন বলে অভিযোগ করা হয়। এ ছাড়া নির্বাচনের দিন আওয়ামী লীগের প্রার্থী ও সমর্থকদের ওপর প্রশাসনের হামলার চিত্র তুলে ধরেন আওয়ামী লীগের প্রার্থীরা।
সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন পাইন্দং ইউনিয়ন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ্ আলম সিকদার, হারুয়ালছড়ি ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী জুলফিকার আলী ভুট্টো ও কাঞ্চননগর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী দিদারুল আলম।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে হারুয়ালছড়ি ইউনিয়নে স্বতন্ত্রভাবে ইকবাল হোসেন চৌধুরী ও কাঞ্চননগর ইউনিয়নে স্বতন্ত্রভাবে রশীদ উদ্দিন কাতেব নির্বাচিত হন। ওই দুই প্রার্থী জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত। অন্যদিকে পাইন্দং ইউনিয়নে বিএনপির প্রার্থী এ কে এম সরওয়ার হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন।