চট্টগ্রামে ১৫ লাখ টাকা ছিনতাই, আটক ৪

চট্টগ্রামের চকবাজার থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করেছে পাঁচলাইশ থানার পুলিশ। আজ বুধবার দুপুরে উদ্ধার করা টাকাসহ আটক চারজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়।
আটক ব্যক্তিরা হলেন আবদুল্লাহ আল নোমান, মো. ডালিম প্রকাশ সোহেল, পারভেজ আহমেদ তুহিন ও তারিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপকমিশনার পরিতোষ ঘোষ বলেন, পুলিশ তৎপর হওয়ায় গত রোববার বাদুড়তলা থেকে ছিনতাই হওয়া টাকার অধিকাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার পর নগরীর বিভিন্ন স্থান থেকে আটক করা হয়েছে চারজনকে। আটক হওয়া ব্যক্তিদের স্বীকারোক্তি অনুযায়ী ১০ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে সহকারী পুলিশ কমিশনার আসিফ মহিউদ্দিন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহামুদ উপস্থিত ছিলেন।
গত রোববার চকবাজার ব্র্যাক ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ব্যবসায়ী দিদারের কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে। তাঁকে মেরে গাড়ি থেকে নামিয়ে টাকার ব্যাগ নিয়ে ছিনতাইকারীরা চলে যায়।