চট্টগ্রামে ট্রাক-অটোরিকশা সংঘর্ষ, নিহত ৪

চট্টগ্রামের রাউজান উপজেলায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ চার আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে উপজেলার বদুপাড়া এলাকায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, চট্টগ্রাম শহরমুখী দ্রুতগামী ইটবাহী একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। আর অটোরিকশাটি ট্রাকের নিচে পিষ্ট হয়।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েত উল্লাহ জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে। তাঁরা হলেন রতন বণিক, মো. ইলিয়াছ ও জসিম উদ্দিন। আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন একজন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. হামিদ জানান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর মারা যান মো. পেয়ারু নামের এক অটোরিকশাযাত্রী।