অভ্যন্তরীণ কোন্দলে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অভ্যন্তরীণ কোন্দলে ইউনিয়ন যুবলীগের সভাপতি বশির আহমেদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাতে সন্দ্বীপ থানা পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা যুবলীগের সদস্য রহমত আলীর নেতৃত্বে এ খুনের ঘটনা ঘটেছে। ঘটনার দিন সন্ধ্যায় মগধরা ইউনিয়নের নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত অবস্থায় বশির আহমেদকে সন্দ্বীপ সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুস সালাম জানান, একদিন আগে উপজেলা যুবলীগ নেতা রহমত আলী জেল থেকে জামিনে এসে হত্যার ঘটনা ঘটিয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এলাকার আধিপত্য নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল বলে জানায় পুলিশ।