নীলফামারীতে বিএনপি নেতা জামানকে সংবর্ধনা

নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান সংগঠনের রংপুর বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় আজ শনিবার তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি : এনটিভি
নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান জামান সংগঠনের রংপুর বিভাগীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আজ শনিবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি মীর সেলিম ফারুক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, পৌর বিএনপির সভাপতি জহুরুল আলম, সাধারণ সম্পাদক মাহবুব উর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক মোর্শেদ আযম, ডোমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা ফিরোজ প্রধান, জেলা শ্রমিক দলের আহ্বায়ক আবদুর রহমান প্রধান, ছাত্রদল নেতা বাবলা প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলার ৪৭ জন হিন্দু সম্প্রদায়ের লোক বিএনপিতে যোগদান করেন।