চট্টগ্রামে শিশুশ্রমিকের রহস্যজনক মৃত্যু

ছবি : এনটিভি
মহান মে দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামে স্বর্ণালংকারের দোকানের এক শ্রমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ রোববার চট্টগ্রামের হাজারী গলি এলাকার খালেক মার্কেটের ভবন থেকে পড়ে শিশুশ্রমিক নয়ন ধর মারা যায়।
পুলিশ জানায়, নিহত শ্রমিকের মুখসহ শরীরের বিভিন্ন অংশে এসিডের দাগ রয়েছে।
স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহুর লাল হাজারী জানান, সকালে ভবন থেকে পড়ে স্বর্ণালংকার দোকানের কারিগরের সহযোগী শ্রমিক নয়ন ধর গুরুতর আহত হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। সালফার এসিড পান করার পর নয়ন ধর ভবন থেকে পড়ে যায় বলে জানান তিনি।
নগরীর কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা রাজু আহমেদ জানান, নিহত নয়ন ধরের মুখ ও বুকে এসিডের দগ্ধ পাওয়া যায়। নিহত নয়ন ধরের বাড়ির কক্সবাজারে রামু উপজেলায়। সে হাজারী গলি খালেক মার্কেটে একটি স্বর্ণের কারখানায় সহযোগীর কাজ করে।