বাঁশখালীতে ইটভাটার মালিকানা নিয়ে সংঘর্ষ, আহত ১৮

বাঁশখালীতে সংঘর্ষে আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। ছবি : এনটিভি
চট্টগ্রামের বাঁশখালীতে ইটভাটার মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত হয়েছে ১৮ জন। আজ রোববার দুপুরে উপজেলার বাহারছড়া ইলশা এলাকায় এ ঘটনা ঘটে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর জানান, বাহারছড়া ইলশা এলাকায় ইটভাটার মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। আজ দুপুরের দিকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আহতদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই ছররা গুলিতে আহত হয়েছে বলে জানান তিনি।
তবে আহতরা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।