চট্টগ্রাম বিএনপি নেতা সংবর্ধিত

ছবি : এনটিভি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় চট্টগ্রাম নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনকে সংবর্ধনা দিয়েছে মহানগর ছাত্রদল।
আজ বুধবার বিকেলে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সভায় নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, ছাত্রদল সভাপতি গাজী সিরাজ উল্লাহ, সাবেক ছাত্রনেতা আর ইউ চৌধুরী শাহিন বক্তব্য দেন।
ডা. শাহাদাত হোসেন বলেন, বর্তমানে দেশে আইনের শাসন নেই, গণতন্ত্র নেই। গুম, খুন, হামলা-মামলা বিএনপির নেতাকর্মীদের গ্রেপ্তার করে সরকার ক্ষমতায় টিকে আছে। অতিথিকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করেন নেতা-কর্মীরা।