ইসি ঠুঁটো জগন্নাথ : মীর নাসির

ইউনিয়ন পরিষদের চতুর্থ দফা নির্বাচনে চট্টগ্রামের হাটহাজারীর ১৪টি ইউনিয়নে বিএনপি প্রার্থীদের ওপর হামলাসহ নানাভাবে হয়রানির অভিযোগ করেছে বিএনপির বিভাগীয় নির্বাচন মনিটরিং টিম।
এ ছাড়া নির্বাচনের দিন পাশের ফটিকছড়ি ও রাউজান উপজেলার সন্ত্রাসী ও বহিরাগতদের হাটহাজারীতে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মীর মো. নাছির উদ্দীন। নগরীর চট্টেশ্বরীর ডালিয়া হাউসে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এ সময় বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন, নগর বিএনপি নেতা আবদুস সাত্তার, উত্তর জেলা বিএনপি নেতা নুর মোহাম্মদ, সোলেমান মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে মীর নাসির অভিযোগ করেন, আগামী শনিবার চতুর্থ দফা নির্বাচনকে সামনে রেখে বিএনপি সমর্থিত প্রার্থী ও সমর্থকদের ওপর হামলা চালানো হচ্ছে।
একইভাবে রাউজানে ১১টি ইউনিয়নের বিএনপির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীর প্রস্তাবক ও সমর্থকদের মাধ্যমে প্রত্যাহার করে নেওয়ার ঘটনা সরকারি দলের অভিনব কৌশল। এক্ষেত্রে নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথের ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেন মীর নাসির।
সংবাদ সম্মেলনে জানানো হয়, উপজেলার গুমানমদ্দন, গড়দুয়ারা, শিকারপুর, দক্ষিণ মাদার্শা, বুড়িশ্চর ইউনিয়নে প্রচার চালানোর সময় বিএনপিপ্রার্থী ও সমর্থকদের ওপর সন্ত্রাসীরা হামলা চালায় এবং নির্বাচনী কার্যালয় ভাঙচুর করা হয়।
গুমানমদ্দন ইউনিয়ন বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিনকে প্রচারের সময় সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে প্রার্থিতা প্রত্যাহারের চাপ দেয়। এ ছাড়া নির্বাচনের দিন বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে ভোটকেন্দ্র দখল করে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে।
বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন জানান, দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ ইউনিয়নের ধোপাছড়ি ও জোয়ারা ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।
ডা. শাহাদাত হোসেন, এসব ঘটনার জন্য উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু আহমেদকে দায়ী করেন।