চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

চট্টগ্রাম নগরীর খুলশি থানার ওয়াসা এলাকায় নিজ বাসা থেকে আজ বৃহস্পতিবার ব্যাংক কর্মকর্তা মো. ইসহাকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ছবি : এনটিভি
চট্টগ্রামে এক ব্যাংক কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নগরীর খুলশি থানার ওয়াসা এলাকায় নিজ বাসা লোকমান ম্যানসনের ছাদ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
নিহত মো. ইসহাক হাটহাজারীর মদনহাট কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর তাঁর লাশ দাফন সম্পন্ন হয়েছে।
কোতোয়ালি থানা পুলিশের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন জানান, ইসহাক বিষপানের পর ছাদের সিঁড়ির সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন এমন আলামত উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করি।’
নিহত ইসহাকের মেয়ে মুমু জানান, তাঁর মা দীর্ঘ ১১ বছর ধরে অসুস্থ। তাঁর বাবাও মানসিকভাবে সুস্থ ছিলেন না।