সুন্দরবন থেকে ২০ জেলে অপহরণ

পুরোনো ছবি
সুন্দরবনের ভদ্রা, ঝাপসি ও নিশানখালী এলাকা থেকে আজ ভোরে মুক্তিপণের দাবিতে ২০ জেলেকে অপহরণ করা হয়েছে।
জেলে ও মহাজনরা জানায়, বৃহস্পতিবার ভোরে সুন্দরবনে মাছ ধরছিল জেলেরা। এ সময় বনদস্যু সাগর বাহিনী জেলেদের ওপর হামলা চালিয়ে মুক্তিপণের জন্য ২০ জেলেকে অপরহণ করে নিয়ে যায়। অপহৃত জেলেদের বাড়ি মংলা, খুলনার কয়রা, কালাবগী, নলিয়ান ও ডুমরিয়া এলাকায়।
কোস্টগার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট ফরিদ উজ জামান বলেন, অপহরণকৃত জেলেদের উদ্ধারে কোস্টগার্ড অভিযান শুরু করেছে।