সুন্দরবনে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের মৃগামারী খাল এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আলম খান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
বন্দুকযুদ্ধে নিহত আলম খানের ঠিকানা জানা যায়নি। তিনি বনদস্যু আলম বাহিনীর প্রধান বলে র্যাব দাবি করেছে।
র্যাবের ভাষ্য, বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শুটার গান, চারটি একনলা বন্দুক, দুটি দোনলা বন্দুক, দুটি এয়ারগান, দুটি কাটা রাইফেল, ৪৬৫টি গুলি, দুটি রামদা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব-৮-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফরিদুল আলম বলেন, পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর মৃগামারী খাল এলাকায় র্যাব-৮-এর সদস্যরা সকালে নিয়মিত টহল দিচ্ছিলেন। ওই সময় মৃগামারী খালসংলগ্ন বনে ধোঁয়া উড়তে দেখে ছদ্মবেশে অভিযান চালায় র্যাব। পরে সেখানে আগেই অবস্থান নেওয়া বনদস্যু আলম বাহিনী র্যাবের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়। উভয়ের মধ্যে ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। এক সময় ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে আলম খান নিহত হয়।
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, বন্দুকযুদ্ধের পর স্থানীয় জেলেরা নিহত ব্যক্তিকে বনদস্যু আলম বাহিনীর প্রধান বলে শনাক্ত করেন।