বাগেরহাটে নিখোঁজ ভ্যানচালকের লাশ উদ্ধার

বাগেরহাটের মোরেলগঞ্জে নিখোঁজের ছয়দিন পর একটি বাগান থেকে ওবায়দুর শিকদার (২৬) নামের এক ভ্যানচালকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার বিকেলে মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসখালী গ্রামের মনির সরদারের বাগান থেকে ওই ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত ওবায়দুর শিকদার মোরেলগঞ্জ উপজেলার কোড়াভোলা গ্রামের জোহর শিকদারের ছেলে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, বাগানমালিক মনির সরদার তাঁর বাগানে মস্তকবিহীন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহতের বাবা জোহর সেখানে এসে লাশটি তাঁর ছেলে ওবায়দুরের বলে শনাক্ত করেন।
ওসি জানান, গত ৩০ এপ্রিল ভ্যানচালক ওবায়দুর তাঁর ভ্যান নিয়ে প্রতিদিনের মতো রোজগারের জন্য বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরে না আসায় ওবায়দুরের বাবা জোহর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। অন্তত পাঁচদিন আগে দুর্বৃত্তরা তাঁকে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যার পর মাথাটি নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে কারা তাঁকে হত্যা করেছে তা তদন্ত ছাড়া এখনই বলা যাচ্ছে না। পুলিশ হত্যার কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।