চট্টগ্রামে ছাত্রলীগ নেতা অস্ত্রসহ আটক

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের একটি ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে অস্ত্রসহ আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল জানান, চাড়িয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের চেষ্টাকালে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে নুরুল আজিম রনিকে আটক করে থানায় রাখা হয়েছে। রনির কাছ থেকে একটি নাইনএমএম বন্দুক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরো ছয়জনকে আটক করা হয়েছে।
গ্রেপ্তারের আগে রনি এনটিভি অনলাইনকে জানান, মির্জাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুল আফসার তাঁর মামা। আফসারকে জেতাতে রনি দলবল নিয়ে সেখানে যান। এর আগে বাহারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের কথাও তিনি স্বীকার করেন।