চট্টগ্রামের সেই ছাত্রলীগ নেতার দুই বছরের কারাদণ্ড

চট্টগ্রামের হাটহাজারীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চলাকালে কেন্দ্র দখল ও অবৈধ অস্ত্র রাখার দায়ে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে দুই বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল এ তথ্য জানিয়েছেন।
ওসি জানান, অস্ত্র আইনে রনির বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। আজ রোববার সকালে তাঁকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নে চারিয়া বোর্ড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখলের চেষ্টাকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা হাতেনাতে আটক করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক রনিকে। তাঁর কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল, ১৫টি গুলি, ভোট দেওয়ার সিল, ২৬ হাজার টাকা উদ্ধার করা হয়।
এরপর বিচারিক হাকিম হারুন-অর-রশিদ অস্ত্র আইনে রনিকে দুই বছরের কারাদণ্ডাদেশ দেন।
মির্জাপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী নূরুল আবছারকে বিজয়ী করতে ছাত্রলীগ নেতা নুরুল আজিম রনি ভোটকেন্দ্র দখল করতে যান। তাঁর মুক্তির দাবিতে গতকাল রাতে নগরীর বিভিন্ন সড়কে ব্যারিকেড ও গাড়ি ভাঙচুর করে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এদিকে, রনির বিরুদ্ধে কেন্দ্র দখলের অভিযোগ এনে আজ রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন হাটহাজারী থানা বিএনপি আহ্বায়ক এস এম ফজলুল হক। তিনি বলেন, আটক রনির নেতৃত্বে বহিরাগত সন্ত্রাসীরা হাটহাজারীর ১২টি ইউনিয়নের ভোটকেন্দ্র দখল করেছে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় প্রকাশ্যে ভোটারদের ভয়ভীতি দেখিয়ে ত্রাস সৃষ্টির মাধ্যমে নৌকা প্রতীকের পক্ষে ভোট কেড়ে নেয়। পরে জনতার প্রতিরোধে চারিয়া কেন্দ্রে নুরুল আজম রনি বিপুল পরিমাণ অস্ত্রসহ আটক হয়েছে।