ছাত্রলীগ নেতার দণ্ড : ডিসির অপসারণ দাবি

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের আপসারণ দাবি করেছে বিএনপি। হাটহাজারীতে ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে অস্ত্রসহ গ্রেপ্তার ও সাজাপ্রাপ্ত নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে আইনি সহযোগিতার আশ্বাস দেওয়ায় তাঁর অপসারণের দাবি করা হয়েছে। তাঁকে অপসারণে সরকারকে ৪৮ ঘন্টার সময়ও বেঁধে দেওয়া হয়েছে।
মহানগর বিএনপি ও উত্তর জেলা বিএনপির নেতাদের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অপসারণের দাবি জানানো হয়।
গণমাধ্যমে পাঠানো এ বিবৃতিতে উল্লেখ করা হয়, জেলা প্রশাসক মেজবাহউদ্দিন একজন সরকারি কর্মকর্তা। দেশের জনগণের করের টাকা থেকে তাঁদের বেতন দেওয়া হয়। তাঁরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা দণ্ডিত কোনো নেতার পক্ষে কথা বলতে পারেন না। বিবৃতিদাতারা হলেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন, উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আসলাম চৌধুরী,সদস্য সচিব কাজী আবদুল্লাহ আল হাসান।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে হাটহাজারীতে ইউনিয়ন পরিষদের নির্বাচন চলাকালে মির্জাপুর চারিয়া কেন্দ্র দখল ও অবৈধ অস্ত্র রাখার দায়ে মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে দুই বছরের কারাদণ্ডাদেশ এবং অস্ত্র আইনে একটি মামলা দিয়ে গত রোববার সকালে কারাগারে পাঠায় পুলিশ। ওই দিন দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ছাত্রলীগের কর্মসূচি চলাকালে জেলা প্রশাসক মেজবাহউদ্দিন কারাদণ্ডাদেশ পাওয়া ছাত্রনেতা রনিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্ত করতে সহযোগিতা করবেন বলে ছাত্রলীগ নেতাকর্মীদের আশ্বস্ত করেন।