মানিকগঞ্জে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩

ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের মানড়া এলাকায় গাছের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী একটি বাসের তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৬ জন।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন—বাসের সুপারভাইজার বরিশালের গৌরনদী উপজেলা এলাকার প্রয়াত আবদুল গণি হাওলাদারের ছেলে নজরুল হাওলাদার (৪০), বাসযাত্রী একই উপজেলার বাগজোর গ্রামের মো. ছিদ্দিকুর বেপারীর ছেলে মো. সুমন বেপারী (২৮) ও মুন্সীগঞ্জ শ্রীনগর উপজেলার সন্ধ্যাদিয়া এলাকার ভবরঞ্জন রায়ের স্ত্রী আনজু রায় (৩২)।
এ দুর্ঘটনায় আহত ২৬ যাত্রীর মধ্যে ২২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর বাকিদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ঢাকার গাবতলী থেকে যাত্রী নিয়ে ঈগল পরিবহনের বাসটি বরিশাল রওনা হয়। রাত ২টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে জেলা মৎস্য ভবনের সামনের সড়কে মানড়া এলাকায় গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায় বাসটি। এ সময় বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গাছের সঙ্গে আটকে যায়। এতে বাসের অন্তত ২৯ জন আহত হন। তাঁদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এক নারীসহ তিনজনকে মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ সদর হাসপাতালে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তৌহিদ হোসেন জানান, আহত ব্যক্তিদের মধ্যে পর্যায়ক্রমে ২২ জনের শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আর অন্যদের এখানে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ব্যাপারে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আলম জানান, মানিকগঞ্জ সদর হাসপাতালেই লাশগুলোর ময়নাতদন্তের প্রক্রিয়া করা হচ্ছে। এর পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। আর দুর্ঘটনার পরপরই বাসটি সরিয়ে নিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।