সাভারে বাসচাপায় প্রাণ গেল ২ যাত্রীর

সাভারে যাত্রীবাহী বাসের নিচে চাপা পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মো. হোসেন ও সায়াত শেখ। তাদের বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম।
পুলিশ জানায়, নিহত দুই ব্যক্তি সড়ক বিভাজক অতিক্রম করে সার্ভিস লেন থেকে মূল এক্সপ্রেসওয়েতে নেমে একটি চন্দ্রাগামী বাস থামানোর চেষ্টা করছিলেন। এ সময় বাসটি হঠাৎ ব্রেক করলে পেছন থেকে আসা রডবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের পেছনে ধাক্কা দেয়। এ সময় বাসটি এগিয়ে গিয়ে ওই দুই ব্যক্তিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।