মেহেরপুরে আম পাড়ার তারিখ নির্ধারণ

মেহেরপুরে আগামী ২০ মে থেকে বুম্বাই এবং ২৫ মে থেকে হিমসাগর জাতের আম পাড়া শুরু হবে। এর আগে ভাঙলে বা কেউ যদি অসদুপায় অবলম্বন করে কেমিক্যাল বা ফরমালিনজাতীয় কোনো বিষাক্ত পদার্থ মিশিয়ে বাজারজাত করার চেষ্টা করে, তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে।
আজ বুধবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসন, কৃষি বিভাগের কর্মকর্তা, আমবাগান মালিক, চাষি ও ব্যবসায়ীদের নিয়ে যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খাইরুল হাসান, বারাদি হর্টিকালচারের উপপরিচালক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা কামরুজ্জামান। এ ছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক রফিকুল আলম, মাজেদুল হক মানিক, গোলাম রসুল, আমাম হোসেন মিলু, হারুনুর রশিদ, ব্যবসায়ীদের মধ্যে রবিউল ইসলাম, মনি হোসেন, মিন্টু রহমান প্রমুখ।
আলোচনা সভায় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হাসান, গাংনীর ইউএনও আরিফুজ্জামান, মুজিবনগরের ইউএনও হেমায়েত উদ্দিনসহ কৃষি বিভাগের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।