বাগেরহাটে পুলিশের হিসাব সহকারীকে হত্যা

বাগেরহাটের মোরেলগঞ্জে মহারাজ হাওলাদার (৩০) নামে পুলিশের এক হিসাব সহকারীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তাঁর আপন দুই ভাই আজ শুক্রবার দুপুরে মোরেলগঞ্জ সদরের আদর্শপাড়া এলাকার বাড়িতে এ ঘটনা ঘটান বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত মহারাজ বাংলাদেশ পুলিশের খুলনা ট্রেনিং সেন্টারের সিভিল শাখার হিসাব সহকারী পদে চাকরি করতেন।
ঘটনার পর থেকে মহারাজের বড় ভাই মোতালেব হাওলাদার (৫৫) ও হারুণ হাওলাদার (৪৫) পলাতক। পুলিশ সন্ধ্যায় মহারাজের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম ও মোরেলগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার এনামুল হক মিঠু ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
নিহত মহারাজের স্ত্রী সোহেলী বেগম ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে মহারাজ হাওলাদার ছুটি নিয়ে বাড়ি আসেন। বসতবাড়ির জমি নিয়ে বিরোধের কারণে আজ দুপুরে তিন ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এ সময় মোতালেব ও হারুণ মিলে মহারাজকে কিল, ঘুষি দিয়ে মাটিতে ফেলে দেন। একপর্যায়ে ঘাড়ে ইট দিয়ে আঘাত করলে তিনি অচেতন হয়ে পড়েন। ওই অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মহারাজের স্ত্রী সন্তানসম্ভবা। তাঁদের তিন বছর ও দেড় বছর বয়সী দুটি সন্তান রয়েছে।