চট্টগ্রামে পুলিশের বাধায় যুবদলের কর্মসূচি পণ্ড

পুলিশের কড়া নিরাপত্তাব্যবস্থা ও বাধার মুখে চট্টগ্রামে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে পারেনি যুবদল।
আজ শুক্রবার জুমার নামাজের পর নগরীর কাজীর দেউড়ি থেকে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দেয় যুবদল। কিন্তু পুলিশের বাধার কারণে বিক্ষোভ মিছিল করতে পারেনি সংগঠনটি।
পরে নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি মিছিল দলীয় কার্যালয়ে প্রবেশ করে। এ সময় নাসিমন ভবনের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নেন।
পরে নাসিমন ভবনে বিএনপি কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে যুবদল। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা ও অভিযোগপত্রের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করে যুবদল।
গত ৬ মে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ দলটির ৩৮ নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে দুটি অভিযোগপত্র (চার্জশিট) দেয় পুলিশ। বিশেষ ক্ষমতা আইন ও হত্যার অভিযোগে করা একটি মামলায় পৃথক অভিযোগপত্র দেওয়া হয়।