উন্নয়নশীল দেশ গড়তে আ. লীগ কাজ করে যাচ্ছে : এমপি ফরহাদ

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে। আর তাঁর মেয়ে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার দেশকে সুখী, সমৃদ্ধ ও উন্নয়নশীল দেশ গড়তে কাজ করে চলেছে।
গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ইসলামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সংসদ সদস্য এসব কথা বলেন।
নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা দেওয়ার জন্য ইসলামনগর গ্রামবাসীর উদ্যোগে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশিষ্ট সমাজসেবক নূর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমঝুপি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহিন, তথ্যবিষয়ক সম্পাদক শফিকুর রহমান, নবনির্বাচিত ইউপি সদস্য আবুল কাশেম, আলফাজ উদ্দিন, মশিউর রহমান ডাবলু, স্থানীয় আওয়ামী লীগ নেতা রহুল আমিন।
অনুষ্ঠানে সংসদ সদস্য ফরহাদ হোসেন ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন চুন্নু, স্থানীয় সংরক্ষিত সদস্য কুসুম ফাতেমা ও ৮ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাশেমকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান।