জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি, কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2016/05/16/photo-1463341107.jpg)
জাতীয় শিক্ষানীতি-২০১০ ও প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ এবং বিতর্কিত সিলেবাস বাতিলের দাবিতে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, কুড়িগ্রাম জেলা শাখা।
গতকাল রোববার বিকেলে শহরের নছরউদ্দিন মার্কেট মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের জেলা সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা হাফিজুর রহমান, সদর থানা সভাপতি আদম আলী, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান রিপন প্রমুখ।
বক্তারা বলেন, জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ইসলাম ধর্মের সঙ্গে সংগতিপূর্ণ বিষয়গুলো বাদ দিয়ে হিন্দুত্ববাদ ও নাস্তিকবাদের প্রতি আগ্রহ সৃষ্টিকারী বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। ২৭ মের আগেই জাতীয় শিক্ষানীতি বাতিল করা না হলে আমিরের নির্দেশে মহাসমাবেশের মাধ্যমে সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।
পরে দাবি আদায়ের লক্ষ্যে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।